Skip to main content

Posts

Showing posts from November, 2020

কালীগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে মা ও ছেলে নিহত

  লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এসময় অটোচালক বদিউজ্জামানসহ ৫ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের চৌধুরী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলা ভোটমারি ইউনিয়নের শৌলমারী গ্রামের অটোচালক বদিউজ্জামানের স্ত্রী মঞ্জিলা বেগম (৩২) ও তার ৩ বছরের ছেলে সাজেদুল ইসলাম। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে পারিবারিক অটোরিকশা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখতে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক বদিউজ্জামানের স্ত্রী মঞ্জিলা বেগম মারা যান। পরে মঞ্জিলা বেগমের তিন বছরের ছেলেসহ আহত ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা সাজেদুল ইসলামকে মৃত ঘোষণা করে। এদিকে আহত পাঁচজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ট্রাকটি আটক করা...

৩ দফা দাবিতে আন্দলোনরত তাজরিন গার্মেন্টস শ্রমিকদের "জিন্দা লাশের মিছিল

৩ দফা দাবিতে আন্দোলনরত তাজরিন গার্মেন্টস শ্রমিকদের "জিন্দা লাশের মিছিল  ঢাকায় ৩ দফা দাবিতে আন্দোলন করছে তাজরিন গার্মেন্টস শ্রমিকেরা  তিন দফা দাবিগুলো হলো- আহত শ্রমিকদের সম্মানজনক ক্ষতিপূরণ; বাস্তবসম্মত পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদি সুচিকিৎসা। 

আল্লামা মামুনুল হকের ইসলামি জনসভায় বাধা দিলেন এমপি মাশরাফি।

  জালিমের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আল্লামা মামুনুল হককে নড়াইল জেলায় একটি ইসলামি জনসভা করতে বাধা দিলেন  আওয়ামীলীগ সরকারের  এমপি মাশরাফি।জানা যায়  নড়াইলে মামুনুল হকের একটি ইসলামী জনসভা ছিলো গতকাল কিন্ত উক্ত জনসভা করতে এমপি মাশরাফি  বাধা দেয়ার পর  সেখানে আর জনসভা করা সম্ভব হয় নাই,  বাধ্য হয়েই  ইসলামি জনসভাটি বাতিল করে আল্লামা মমিনুল  হক।   কেন আওয়ামী সরকার ওয়াজ মাহফিল গুলোতেও ১৪৪ ধারা জারি করতে দ্বিধাবোধ করেছে না ? 

হাতিবান্ধায় পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো: মজিবুল আলম সাদাত এর শপথ গ্রহণ।১৮ নভেম্বর ২০২০

  হাতিবান্ধার  ৬ নং পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো: মজিবুল আলম সাদাত  এর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় আজ ১৮ নভেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ।  প্রয়ত চেয়ারম্যান  সফিউল আলম রোকনের মৃত্যুর পর উক্ত পাটিকাপাড়া ইউনিয়নে  উপনির্বাচন  অনুষ্ঠিত হয় গত ২০  সেপ্টেম্বর , উক্ত নির্বাচনে  নৌকা প্রতিকে জয়ী হন প্রয়ত চেয়ারম্যানের বড় ছেলে মজিবুল আলম সাদত,  

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামাল করোনায় আক্রান্ত

 ম ননীয় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামাল  করোনায় আক্রান্ত হয়েছেন।  প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের এক টুইট বার্তায় গত ১৬ নভেম্বর এখবর নিশ্চিত করেছেন, এবং তার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন । মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন।

প্রাইমারী শিক্ষক নিবন্ধন পরিক্ষার প্রস্তুতি সাধারনজ্ঞান পর্ব 2020

গুরুত্ববপুর্ন প্রশ্নেরমাধান   15/11/2020  ১। আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম কী? ক) কানাডা খ) চীন  গ) ভারত  ঘ) রাশিয়া √√√ ২। ‘ইন্ডিয়া হাউস’ কোথায় অবস্থিত? ক) ভারত খ) পাকিস্তান গ) যুক্তরাজ্য √√√ ঘ) বেলজিয়াম ৩। সোভিয়েত ইউনিয়ন ভেঙে কয়টি রাষ্ট্র হয়েছিল? ক) ১৪  খ) ১২ গ) ১৫ √√√ ঘ) ১৩ ৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য কোন বিভাগের শিক্ষক ছিলেন? ক) ইসলাম শিক্ষা  খ) ইতিহাস  গ) ইসলামের ইতিহাস √√√ ঘ) রাষ্ট্রবিজ্ঞান ৫। নেপালের শেষ রাজা কে ছিলেন? ক) বীরেন্দ্র  খ) ধীরেন্দ্র  গ) মহেন্দ্র  ঘ) জ্ঞানেন্দ্র √√√ ৬। বাল্টিক রাষ্ট্র কয়টি? ক) ১  খ) ২  গ) ৩ √√√ ঘ) ৫ ৭। মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় কত সালে? ক) ১৯৮০ খ) ১৯৮৩ গ) ১৯৮১ ঘ) ১৯৮২ √√√ ৮। জাপানের আইনসভার নাম কী? ক) নেসেট  খ) ডায়েট √√√ গ) সোগডু  ঘ) লয়া জিরগা ৯। ‘উইঘুর’ নামের মুসলিম জনগোষ্ঠী কোন দেশের? ক) চীন √√√ খ) মিয়ানমার  গ) মঙ্গোলিয়া  ঘ) কঙ্গো ১০। ২১তম বিশ্বকাপ ফুটবলের মাসকটের নাম কী? ক) জাবিভাকা√√√ খ) জুকুমি  গ) ফুটিক্স ঘ) ফুলেকো ১১। ফরাসি ...

লালমনিরহাটে বিবেক ফাউন্ডেশনের বৃদ্ধাশ্রম ও এতিম খানার জমি নির্ধারন ও সাইন বোর্ড উত্তালন

‘বিবেক ফাউন্ডেশন’ অনাথ শিশু-কিশোর ও আশ্রয়-সম্বল হারা প্রবীণদের জন্য একটি আশ্রম প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছে এবং ইতিমধ্যে আশ্রমের নাম ও ৩০ শতাংশ জায়গা নির্ধারণ করা হয়েছে। এ-উপলক্ষ্যে, গতকাল ১৩ই নভেম্বর শুক্রবার, বিকেল ৪ ঘটিকায় আশ্রম এর নির্ধারিত স্থান সংলগ্ন ‘বেগম কামরুননেছা ডিগ্রি কলেজ’ প্রাঙ্গণে নির্ধারিত স্থানে সাইনবোর্ড স্থাপন ও একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ আবু জাফর মহোদয়, অত্র ইউনিয়ন চেয়ারম্যন ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান প্রতিষ্ঠান প্রধানগণ এবং আরও উপস্থিত ছিলেন এ অঞ্চলের সম্মানিত ব্যক্তিবর্গ।  

মারা গেলেন ফ্রিল্যান্সিং জগতের আইকন প্রতিবন্ধি তরুন ফাহিম উল করিম ,

এক হার না মানা লড়াকু সৈনিকের বিদায়! গত ১০ বছর ধরে বিছানাবন্দী থাকার পরও হার না মানা দক্ষ এবং জনপ্রিয় ফ্রিল্যান্সার ফাহিম উল করিম। ফিল্যান্স জগতের জনপ্রিয় মুখ তিনি। শারীরিক প্রতিবন্ধকতার কাছে হার না মানা অদম্য এই যোদ্ধা শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মেনেছেন। বুধবার দিবাগত রাতে ফরিদপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) বাংলাদেশের তরুণ ফ্রিল্যান্সারদের আইকন ছিলেন ফাহিম। অদম্য এই ফাইটারের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।   

ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে পল্টনে বিক্ষোভ মিছিল

ঝালকাঠিতে সাধারন ছাত্র অধিকার পরিষদের সদস্যের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে পল্টনে বিক্ষোভ মিছিল স্বৈরাচারের গদিতে, আগুন জ্বালো আগুন জ্বালো   স্লোগানে  মুখরিত রাজধানী ঢাকা  ঝালকাঠিকে সাধারন ছাত্র অধিকার পরিষদের সদস্যে উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে পল্টন এলাকায় তাৎক্ষণিক বিশাল বিক্ষোভ মিছিল!  কলিজায় আগুন জ্বলছে, এখন থেকে প্রতিরোধ গড়ে তোলা হবে। যেখানেই হামলা হবে জবাব দিবে ঢাকা। সামনে দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিন। স্বৈরাচারের আস্তানায় আগুন জ্বালিয়ে দিতে হবে।।  

লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পুর্ব নওদাবাস এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মেহেদী হাসান নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে নিজ বাড়িতে ইজি বাইকের চার্জ দিতে গিয়ে তার মৃত্যু ঘটে।  

রাত জাগা ফ্রিল্যান্সারদের করনীয়

 ইদানীং আমরা অনেক ফ্রিল্যান্সারদের শারীরিক অবনতি নিয়ে অনেকেই ডক্টরের কাছে যাচ্ছে। আবার অনেক ডক্টর, দেখে জিজ্ঞেস করেই ফেলে ড্রাগ নেন নাকি ফ্রিল্যান্স করেন ? অনেকেই আবার শরীরের প্রতি লক্ষ্য না রেখেই সাধারণ ওষুধ খেয়ে দিন পার করছি আবার কোনো ওষুধ খাই না। নিয়মিত রাত জাগার ভয়বহতা আমরা সকলেই জানি, জটিল সব রোগের বীজ হলো রাত জাগা, কিন্তু জীবিকার টানে জগতে হচ্ছে। আবার একটা কথাও আছে রাতজাগা ছাড়া নাকি সফলতা আসেনা। যাইহোক সমস্যা আছে সমাধানও আছে। আমি আমার সকল ভাই-বোনদের বলবো এখনো সময় আছে সাস্থসচেতন হয়ে যান। আমার অনেক পরিচিত ফ্রিল্যান্সার আছে যারা এখন অসুস্থতায় জর্জরিত হয়ে বেকার অথবা সামান্য বেতনে চাকরি করছে। অনেককে আমরা হারিয়েছি অল্প বয়েসে। গ্যাস্ট্রিক সমস্যা হল ফ্রিল্যান্সারদের জাতীয় রোগ, গ্যাস্ট্রিক হলে কোনো ওষুধ খাবেন না, খালি পেটে গরম পানি লেবু আর ১ চামুচ ভিনেগার  খাবেন, ৩০ মিনিট পরে কিছু খাবেন ইনশাল্লাহ ৭ দিন পরে আপনার গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগবে না , মনে রাখবেন গ্যাস্ট্রিকের ওষুধ আপনার হজম শক্তি নষ্ট করে একটা সময় আপনি ওষুধ ছাড়া অচল হয়ে যাবেন। ভাত আমরা সকলেই খাই কিন্তু ভাতের সাথে যদি...

লালমনিরহাট সাহিত্য সংস্কৃত সংসদের আয়োজনে বাৎসরিক সাহিত্য আড্ডা-২০২০ অনুষ্ঠিত

 লালমনিরহাট সাহিত্য  সংস্কৃত সংসদের  আয়োজনে   বাৎসরিক সাহিত্য আড্ডা-২০২০ অনুষ্ঠি  । আওলাদ হোসেন আজ (বৃহস্পতিবার ) হাতিবান্ধা উপজেলার ঐতিহ্যবাহি শালবাগানে দিনব্যাপী  লালমনিরহাট সাহিত্য  সংস্কৃত সংসদের  আয়োজনে   বাৎসরিক সাহিত্য আড্ডা-২০২০  ও পিকনিক অনুষ্ঠিত হয়,  উক্ত অনুষ্ঠানে উপস্তিত ছিলেন,  প্রফেসর গোলাম কিবরিয়া , হাতিবান্ধা উপজেলা চেয়ারম্যান জনাব মশিউর রহমান মামুন, নওদাবাস ইউপি চেয়ারম্যান আশ্বিনী কুমার বসুনিয়া, প্রফেসর  মোহাম্মাদ  শাহআলাম ,বিশিষ্ট  মিডিয়া ব্যাক্তিত্ব মোস্তাক মুকুল , ইন্জিনিয়ার  দেলোয়ার হোসেন রংপুরিয়া সভাপতি (লাসাসস), ছড়াকার ইরশাদ জামিল তরু , শরমিন বীথী, মাজহারুল মোর্শেদ সহ আরো অনেকেই।  অনুষ্ঠানের শেষে রাইফেল ড্রো অনুষ্ঠিত হয় । স্পটঃ হাতীবান্ধা শালবন

আজ শহিদ নুর দিবস

 আজ শহীদ নূর হোসেন দিবস গণতন্ত্রকে উদ্ধার করার লক্ষ্যে যিনি বুক ও পিঠে লিখেছিলেন,"স্বৈরাচার নিপাত যাক,গণতন্ত্র মুক্তি পাক" তার রক্তের আখরে লেখা নাম "গণতন্ত্র" আজ মুক্ত হয়েছে।মুক্ত বিহঙ্গের মতো আমরা গণতন্ত্রের সকল সুবিধা ভোগ করছি, গণতন্ত্রের জয়রথে বসে  আমরা কি নূর হোসেনকে মনে রাখতে পেরেছি? আমারা নূর হোসেনের আত্মত্যাগকে একটি দিবসের  মধ্যে সীমাবদ্ধ রাখা ছাড়া আর কি কিছু করতে পেরেছি? ইতিহাস থেকে যতটুকু জানা যায় নূর হোসেন খুব বেশি একটা শিক্ষিত ছিলেন না, তবে নির্দ্বিধায় বলা যায় তিনি ছিলেন স্বশিক্ষিত।গণতন্ত্রের অর্থ অনুধাবন করতে পেরেছিলেন।তিনি জীবন দিয়ে গনতন্ত্রের যে ব্যাখ্যা দিয়ে গেলেন তা আমাদের হৃদয়াঙ্গম করা উচিত বলে মনে করি। গণতন্ত্রের অগ্রযাত্রায় নূর হোসেনের নাম চিরভাস্বর চির উজ্জ্বল নক্ষত্রের মতো স্থান করে নিবে বাংলাদেশের ইতিহাসে। নূর হোসেন শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে সেই মিছিলে  বর্তমান প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানস কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা তার সাথে কথা বলেছিলেন।আপনাদের জ্ঞাতার্থে হুবহু  তুলে ধরলাম। জননেত্রী শেখ হাসিনা বলেন, "আমরা যখন মিছিল শুরু ক...

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমকে গোপনে বদলি

 র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমকে বদলি করা হয়েছে । তবে কোথায় তা এখনো জানা জায় নি,   সারওয়ারের  নেতৃত্বে যখন একটা একটা করে ক্যাসিনো সম্রাটদের ধরা হচ্ছে ঠিক তখনি হটাৎ এই বদলী মেনে নেওয়ার নয়!! এমনি প্রতিক্রিয়া  দেখা যাচ্ছে নাগরিগ মহলে।  তবে কি আবারো সুযোগ  পেতে চলেছে হাজি সেলিম, পাপিয়া, সম্রাটদের মতো জঘন্য স্বভাবের মানুষেরাা , 

পথশিশু শাওন কে চা, পান বিক্রির সকল সরঞ্জাম কিনে দিল পথশিশু কল্যান ফাউন্ডেশন

 রাস্তায় রাস্তায় বেলুন বিক্রি করতো শাওন। শাওন কে জিজ্ঞেস করা হয়েছিলো বেলুন বিক্রি করে প্রতিদিন কত টাকা আয় হয়? জবাবে উত্তর আসে, বেলুন বিক্রি করে যে টাকা আয় হয় সে টাকায় তার খাবার জুটে না ঠিক মত।  পথশিশু কল্যাণ ফাউন্ডেশন এর অদম্য অনুপ্রেরণা প্রজেক্টের মাধ্যমে আজ শাওন কে চা, পান বিক্রির সকল সরঞ্জাম কিনে দেওয়া হয়েছে।  ছোট্ট শাওনের ছোট্ট টি স্টলের মাধ্যমে ব্যবসা করে স্বাবলম্বী হতে পারবে। শাওন আশ্বাস দিয়েছেন ব্যবসার পাশাপাশি মিরপুর-০২ এ অবস্থিত অদম্য স্কুল-০৯ এ এসে প্রতিদিন বিকেলে পড়াশোনা করবে। শাওনের উত্তরোত্তর সফলতা কামনা করছি। প্রজেক্ট নামঃ অদম্য অনুপ্রেরণা প্রজেক্ট নংঃ ২২ গ্রহীতার নামঃ মোঃ শাওন অর্থায়নেঃ বাংলাদেশ মানবিক জনগণ (আমাদের শুভাকাঙ্ক্ষী) সহযোগিতায়ঃ পথশিশু কল্যাণ ফাউন্ডেশন #অদম্য_অনুপ্রেরণা #pothoshishukollyanfoundation

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যা সমাধানে "৪ দফা দাবি " বাস্তবায়নে আগামীকাল মানববন্ধন কর্মসুচি

 জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যা সমাধানে "৪ দফা দাবি " বাস্তবায়নে ⛔ আগামীকাল, সকাল ১১ টায় _ প্রেসক্লাবে আন্দদোলন ও ধর্মমঘাট!!  দাবি সমূহঃ ১.করোনা সংকটকালীন সময়ে সকল বেসরকারি কলেজের টিউশন ফ্রী অর্ধেক মওকুফ করতে হবে ।  ২.তৃতীয় ও চতুর্থ বর্ষের সংকট দূক করতে অনতিবিলম্বে ফলাফল ঘোষণা করতে হবে।  ৩.অনতিবিলম্বে মাস্টার্স শেষ বর্ষের পরিক্ষা নেয়ার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।  ৪.বিশ্ববিদ্যালয়কে শুধু সনদ প্রদানের কেন্দ্র না করে কর্মমুখী শিক্ষা পদ্ধতি অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে । আয়োজনে ঃ  জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদ ।

সিলেটে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি পুলিশের এসআই আকবর আটক

 সিলেটে সেই আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি পুলিশের এসআই সন্ত্রাসী খুনী আকবরকে আটক করেছে পুলিশ।  জানা যায় রায়হান  হত্যা কান্ডের সাথে সরাসরি যুক্ত ছিলেন পুলিশের এই কর্মকতা।  ঘুষের ১০ হাজার টাকা না পাওয়ায় সরারাত ধরে  নির্যাতন করে রায়হানকে এবং এক পর্যায়ে রায়হান মারা যায়।  

৪০ লক্ষ টাকার নৌকা ভাসানো হয়েছে জাতীয় সংসদের লেকে

 ৪০ লক্ষ টাকার নৌকা ভাসানো হয়েছে জাতীয় সংসদের লেকে! এটাই আওয়ামী উন্নয়নের চিত্র। এদিকে দেশের কোটি কোটি মানুষ নিদারুণ কষ্টে আছে আর আ'লীগ ৪০ লাখ টাকার নৌকা পানিতে ভাসায়। আচ্ছা এই যে জনগণের ৪০ লাখ টাকা দিয়ে নৌকাটা পানিতে ভাসালেন, এটা দিয়ে জনগণের কি উপকারটা হবে একটু বলুন.....? আসলে জনগণের সরকার না হলে যা হয় আরকি, জবাবদিহিতামুলক সরকার ছাড়া দেশের কোন উন্নয়ন হবেনা।। ফারুক হাসান লক্ষ টাকার নৌকা ভাসানো হয়েছে জাতীয় সংসদের লেকে! এটাই আওয়ামী উন্নয়নের চিত্র। এদিকে দেশের কোটি কোটি মানুষ নিদারুণ কষ্টে আছে আর আ'লীগ ৪০ লাখ টাকার নৌকা পানিতে ভাসায়। আচ্ছা এই যে জনগণের ৪০ লাখ টাকা দিয়ে নৌকাটা পানিতে ভাসালেন, এটা দিয়ে জনগণের কি উপকারটা হবে একটু বলুন.....? আসলে জনগণের সরকার না হলে যা হয় আরকি, জবাবদিহিতামুলক সরকার ছাড়া দেশের কোন উন্নয়ন হবেনা।। ফারুক হাসান (আসাধারন ছাত্র অধিকার পরিষদ )

বুড়িমারির সেই গুজব রটিয়ে জুয়েলকে পুড়িয়ে হত্যার মামলায় প্রধান আসামি গ্রেফতার

  বুড়িমারিতে  পুড়িয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার লালমনিরহাট প্রতিনিধি. লালমনিরহাটে গুজব ছড়িয়ে শহীদুন নবী জুয়েল নামে এক যুবককে পিটিয়ে হত্যার পর পুড়িয়ে ফেলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি আবুল হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৭ নভেম্বর) ভোরে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা তাকে গ্রেফতার করে ডিবি মিরপুর বিভাগ। ডিবি মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মানস কুমার পোদ্দার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকা থেকে আবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তিনি লালমনিরহাটের আলোচিত ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি। আবুল হোসেন ঘটনার পর থেকে পলাতক ছিলেন। তিনি আত্মগোপণে ঢাকায় এসেছিলেন। গোপণ তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আবুল হোসেনকে লালমনিরহাট পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

ময়মনসিংহের ভালুকায় প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা) কে জঙ্গি বলল ছাত্র সংসদ এর নেতা

  ভালুকায় প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা)কে নিয়ে কটুক্তি ও গালিগালাজ করে হয়, গাংগাটিয়া ছাত্র সংঘ নামক ফেসবুক আইডি থেকে।  যার যার স্থান হতে আন্দোলন গড়ে তুলুন, যেন নাস্তিকদের ইসলামি আইনে সর্বোচ্চ সাজা হয়।  সংগ্রহ,,,,,

মার্কিন মুলকে ক্ষমতার রদবদল পালায় পিছিয়ে নেই ট্রাম্প, দেখুুুন সর্বশেষ ফলাফল

(  মার্কিন মুলকের ক্ষমতার রদবদল  পাল্লায়  বাইডেনের  থেকে অল্প পিছিয়ে  ট্রাম্প দেখুুুন সর্বশেষ ফলাফল

মিলছেনা ভারসাম্যহীন অজ্ঞাত ব্যক্তির পরিচয়, খুজতে সাহায্য করুন ,

 একটি অসহয় ভারসাম্য হীন  অজ্ঞাত লোককে পাওয়া গেছেঃ আজ সন্ধ্যা ৭.২০ মি. তুষভান্ডারে একটি অসহায় ভারসম্য হীন অসুস্থ লোককে পাওয়া গেছে।অসহায় লোকটির বয়ান অনুযায়ী তিনি একজন বাদাম ব্যবসায়ী। টাঙ্গাইল এর মধুপুর এলাকার অধিবাসী।ব্যবসার তাগিদে তিনি কাউনিয়া আসার জন্য সকালে বাসে উঠেন।বাসের মধ্য অচেনা একজন লোক ভুলে ভালে দুটি কলা খাওয়ায়।কলা খাওয়ার পর লোকটি অজ্ঞান হয়ে যায়।তার টাকা পায়সা ও মোবাইল সহ সব কিছু বাসেই ছিনতাই করে। এরপর জ্ঞান ফিরলে কাউনিয়ার কথা বললে বাস হেলপার বলে আপনি কাউনিয়া ছেড়ে এসেছেন অতঃপর তাকে তুষভান্ডারে নামিয়ে দেয়।লোকটি সামান্য একটু হাঁটার পর হটাৎ আমার সামনে এসে মাথা ঘুরে পরে যায়।তাৎক্ষণিক লোকটিকে দুজন ধরে আলামিন ফোন ঘরের সামনে একটি টেবিলে বসে রেখে তার এইসব কথা জানতে পারি।লোকটির পকেটে উনার দোকানের কার্ড পাওয়া গেছে।দোকানের কার্ডে ফোন দিলে ফোন অফ পাওয়া যায়। আমি থানায় অসির নম্বরে ফোন দেওয়ার পর নম্বর অফ পেলে তুষভান্ডার ইউনিয়ন চেয়ারম্যান নুর ইসলাম এর কাছে রাত ৮.২০ মি. হস্তান্তর করে দিয়ে আসি। অতঃপর চেয়ারম্যান সাহেব লোকটিকে কালীগঞ্জ হসপিটালে ভর্তি করার ব্যবস্থা করেন। সবার কাছে বিনীত অন...

এবার ফ্রান্সে মসজিদে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেস্ট করল অমুসলিমরা

  এবার ফ্রান্সে একটি মসজিদ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা। শনিবার (৩১ অক্টোবর) দেশটির মসজিদ কমিটির প্রধান এ তথ্য জানিয়েছেন। সোমবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এ সংবাদটি প্রকাশিত হয়েছে ফ্রান্সের ইসলামিক কনফেডারেশন ন্যাশনাল অপিনিয়নের (সিআইএমজি) সাধারণ সম্পাদক ফাতিহ সাইকি বিভিন্ন গণমাধ্যমকে বলেন, কেউ একজন একটি ক্যানে পেট্রোল ভরে তা মসজিদে ছুড়ে মারে। সেখান থেকেই মসজিদে আগুনের সূত্রপাত ঘটে। তবে ভাগ্য ভালো সেই আগুন বড় আকার ধারণ করতে পারেনি। আগুনে মসজিদের বড় কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। এ ঘটনায় মসজিদ কর্তৃপক্ষ নিকটস্থ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। পুলিশ মসজিদটি পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। এক বিবৃতিতে স্থানীয় পুলিশ জানিয়েছে, মসজিদে আগুন দেয়ার এই ঘটনাকে তারা ‘অগ্নিসংযোগের চেষ্টা’ হিসেবেই দেখছেন। তদন্তের স্বার্থে সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ফ্রান্সের রাস্তায় রাস্তায় এখন সেনাবাহিনীর টহল। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে ফ্রান্সের চার্চগুলো। শিল্প আর সাহিত্যের প্যারিস যেন ভয় আর আতঙ্কের। শুরুটা হয়েছিল বিতর্কিত রম্য ম্যাগাজিন শার্লি এবদ...

বেড়িয়ে এলো চানঞ্চল্যকর তথ্য গুজব রটিয়ে সেই জুয়েল হত্যা মামলায় বুড়িমারীর কেন্দ্রীয় জামে মসজিদের খাদেম জুবেদ আলীকে গ্রেফতার,

  গুজব রটিয়ে শহীদুন্নবী জুয়েল হত্যা মামলায় বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদের খাদেম জুবেদ আলীকে (৬০) গ্রেফতার করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত রোববার গভীর রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খাদেম জুবেদ আলীসহ রোববার মধ্যরাতে তিন মামলায় আরও পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গ্রেফতার আসামির সংখ্যা দাঁড়াল ১০ জন। ওসি জানান, খাদেম গত শনিবার থেকেই থানায় ছিলেন। জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় আনা হয়। রোববার আগের পাঁচ জনকে আদালতে তোলা হয়। তাদের রিমান্ড শুনানি হবে সোমবার।  লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে তর্কাতর্কির পর ধর্ম অবমাননার অভিযোগ এনে পিটিয়ে হত্যা করা হয় শহীদুন্নবী জুয়েলকে। পরে তার দেহে জ্বালিয়ে দেয়া হয়। রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক লাইব্রেরিয়ান ছিলেন শহীদুন্নবী জুয়েল।চাকরি চলে যাবার পর থেকে মানসিক ভাবে কিছুটা সমস্যায় ভুগছিলেন জুয়েল। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, যার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনা হয় তিনি একজন ধার্মিক...

অর্থনৈতিক সমীক্ষা ২০২০ এর কিছু গুরুত্বপুর্ন তথ্য জেন নিন।

  অর্থনৈতিক সমীক্ষা ২০২০ । পড়ে ফেলুন। ০১। মোট জনসংখ্যা ১৬৬.৫০ মিলিয়ন  (২০১৯) ০২। জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭% ০৩। জনসংখ্যার ঘনত্ব ১১২৫ জন ০৪। নারীপুরুষের অনুপাত ১০০:১০০.২ ০৫। স্থুল জন্মহার (১০০০ জনে) ১৮.১ জন ০৬। স্থুল মৃত্যুহার (১০০০ জনে)  ৪.৯ জন ০৭। প্রতিহাজারে শিশু মৃত্যুর হার (১ বছরের নীচে জীবিত জনে) ২১জন ০৮। গড় আয়ুষ্কাল  ৭২.৬  বছর (পুরুষ ৭১.১,মহিলা ৭৪.২) ০৯।  ১৭২৪ জন মানুষে ১ জন চিকিৎসক।  ১০।সাক্ষরতার হার (৭+ বয়স) ৭৪.৪% (পুরুষ ৭৬.৫,মহিলা ৭২.৩ শতাংশ) ১১। দারিদ্রের হার ২০.৫%,চরম দারিদ্র্যের হার ১০.৫% ১২। জিডিপি ‘র প্রবৃদ্ধির হার ৫.২৪% ১৩। মাথাপিছু আয় ২০৬৪ মার্কিন ডলার,পার ক্যাপিটাল জিডিপি ১৯৭০ ডলার। ১৪। মোট ব্যাংক ৬০ টি ১৫। রাষ্ট্রীয়াত্ত বাণিজ্যিক ব্যাংক ৬ টি ১৬। বিশেষায়িত ব্যাংক ৩ টি ১৭। বেসরকারি ব্যাংক ৪২ টি ১৮। বৈদেশিক ব্যাংক ৯ টি ১৯। মুদ্রাস্ফীতি ৫.৬৫% ২০। বাংলাদেশি পণ্য রপ্তানি তে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র ২১। বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে চীন থেকে ২২। বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স পায় সৌদি আরব থেকে ২৩। রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থা্...