গুরুত্ববপুর্ন প্রশ্নেরমাধান 15/11/2020
১। আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশের
নাম কী?
ক) কানাডা
খ) চীন
গ) ভারত
ঘ) রাশিয়া √√√
২। ‘ইন্ডিয়া হাউস’ কোথায় অবস্থিত?
ক) ভারত খ) পাকিস্তান
গ) যুক্তরাজ্য √√√
ঘ) বেলজিয়াম
৩। সোভিয়েত ইউনিয়ন ভেঙে কয়টি রাষ্ট্র
হয়েছিল?
ক) ১৪
খ) ১২
গ) ১৫ √√√
ঘ) ১৩
৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান
উপাচার্য কোন বিভাগের শিক্ষক ছিলেন?
ক) ইসলাম শিক্ষা
খ) ইতিহাস
গ) ইসলামের ইতিহাস √√√
ঘ) রাষ্ট্রবিজ্ঞান
৫। নেপালের শেষ রাজা কে ছিলেন?
ক) বীরেন্দ্র
খ) ধীরেন্দ্র
গ) মহেন্দ্র
ঘ) জ্ঞানেন্দ্র √√√
৬। বাল্টিক রাষ্ট্র কয়টি?
ক) ১
খ) ২
গ) ৩ √√√
ঘ) ৫
৭। মিয়ানমারে রোহিঙ্গারা তাদের
নাগরিকত্ব হারায় কত সালে?
ক) ১৯৮০
খ) ১৯৮৩
গ) ১৯৮১
ঘ) ১৯৮২ √√√
৮। জাপানের আইনসভার নাম কী?
ক) নেসেট
খ) ডায়েট √√√
গ) সোগডু
ঘ) লয়া জিরগা
৯। ‘উইঘুর’ নামের মুসলিম জনগোষ্ঠী কোন
দেশের?
ক) চীন √√√
খ) মিয়ানমার
গ) মঙ্গোলিয়া
ঘ) কঙ্গো
১০। ২১তম বিশ্বকাপ ফুটবলের মাসকটের
নাম কী?
ক) জাবিভাকা√√√
খ) জুকুমি
গ) ফুটিক্স
ঘ) ফুলেকো
১১। ফরাসি বিপ্লব কত সালে হয়েছিল?
ক) ১৭৮৮
খ) ১৭৮৭
গ) ১৭৯৯
ঘ) ১৭৮৯ √√√
১২। ‘A Long Walk to Freedom’ কার রচিত গ্রন্থ?
ক) মহাত্মা গান্ধী
খ) জওহরলাল নেহেরু
গ) নেলসন ম্যান্ডেলা √√√
ঘ) মুহম্মদ আলী জিন্নাহ
১৩। ‘ফেয়ারফ্যাক্স’ কী?
ক) সংবাদসংস্থা
খ) গোয়েন্দা সংস্থা √√√
গ) মহাকাশ সংস্থা
ঘ) সাহিত্য সভা
১৪। ইরানের সঙ্গে স্বাক্ষরিত ছয় জাতি
পারমাণবিক চুক্তি থেকে মার্কিন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেন
কবে?
ক) ৬ মে, ২০১৮ √√√
খ) ৭ মে, ২০১৮
গ) ১০ মে,২০১৮
ঘ) ৮ মে, ২০১৮
১৫। বাংলাদেশকে সর্বপ্রথম কোন দেশ
স্বীকৃতি দেয়?
ক) ভারত √√√
খ) ভুটান
গ) পাকিস্তান
ঘ) সেনেগাল
১৬। ক্যাটালন কোন দেশের ভাষা?
ক) স্পেন √√√
খ) ফ্রান্স
গ) বেলজিয়াম
ঘ) ব্রাজিল
১৭। হাজার হ্রদের দেশ কোনটি?
ক) নরওয়ে
খ) ইন্দোনেশিয়া
গ) রাশিয়া
ঘ) ফিনল্যান্ড √√√
১৮। ‘লাইন অব কন্ট্রোল’ কোন দুটি দেশের
সীমানা?
ক) ভারত-চীন
খ) বাংলাদেশ ও ভারত
গ) ভারত-পাকিস্তান √√√
ঘ) পাকিস্তান ও আফগানিস্তান
১৯। কোন প্রণালি ইউরোপ থেকে
আফ্রিকাকে পৃথক করেছে?
ক) বেরিং
খ) সুয়েজ
গ) পানামা
ঘ) জিব্রাল্টার √√√
২০। বর্তমান বিশ্বে ‘নিউ সিল্ক রুট’-এর
প্রবক্তা কোন দেশ?
ক) ইরান
খ) ভারত
গ) যুক্তরাষ্ট্র
ঘ) চীন √√√
Comments
Post a Comment