জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যা সমাধানে "৪ দফা দাবি " বাস্তবায়নে আগামীকাল মানববন্ধন কর্মসুচি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যা সমাধানে "৪ দফা দাবি " বাস্তবায়নে ⛔ আগামীকাল, সকাল ১১ টায় _ প্রেসক্লাবে আন্দদোলন ও ধর্মমঘাট!!
দাবি সমূহঃ
১.করোনা সংকটকালীন সময়ে সকল বেসরকারি কলেজের টিউশন ফ্রী অর্ধেক মওকুফ করতে হবে ।
২.তৃতীয় ও চতুর্থ বর্ষের সংকট দূক করতে অনতিবিলম্বে ফলাফল ঘোষণা করতে হবে।
৩.অনতিবিলম্বে মাস্টার্স শেষ বর্ষের পরিক্ষা নেয়ার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪.বিশ্ববিদ্যালয়কে শুধু সনদ প্রদানের কেন্দ্র না করে কর্মমুখী শিক্ষা পদ্ধতি অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে ।
আয়োজনে ঃ জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদ ।
Comments
Post a Comment