একটি অসহয় ভারসাম্য হীন অজ্ঞাত লোককে পাওয়া গেছেঃ
আজ সন্ধ্যা ৭.২০ মি. তুষভান্ডারে একটি অসহায় ভারসম্য হীন অসুস্থ লোককে পাওয়া গেছে।অসহায় লোকটির বয়ান অনুযায়ী তিনি একজন বাদাম ব্যবসায়ী। টাঙ্গাইল এর মধুপুর এলাকার অধিবাসী।ব্যবসার তাগিদে তিনি কাউনিয়া আসার জন্য সকালে বাসে উঠেন।বাসের মধ্য অচেনা একজন লোক ভুলে ভালে দুটি কলা খাওয়ায়।কলা খাওয়ার পর লোকটি অজ্ঞান হয়ে যায়।তার টাকা পায়সা ও মোবাইল সহ সব কিছু বাসেই ছিনতাই করে। এরপর জ্ঞান ফিরলে কাউনিয়ার কথা বললে বাস হেলপার বলে আপনি কাউনিয়া ছেড়ে এসেছেন অতঃপর তাকে তুষভান্ডারে নামিয়ে দেয়।লোকটি সামান্য একটু হাঁটার পর হটাৎ আমার সামনে এসে মাথা ঘুরে পরে যায়।তাৎক্ষণিক লোকটিকে দুজন ধরে আলামিন ফোন ঘরের সামনে একটি টেবিলে বসে রেখে তার এইসব কথা জানতে পারি।লোকটির পকেটে উনার দোকানের কার্ড পাওয়া গেছে।দোকানের কার্ডে ফোন দিলে ফোন অফ পাওয়া যায়।
আমি থানায় অসির নম্বরে ফোন দেওয়ার পর নম্বর অফ পেলে তুষভান্ডার ইউনিয়ন চেয়ারম্যান নুর ইসলাম এর কাছে রাত ৮.২০ মি. হস্তান্তর করে দিয়ে আসি। অতঃপর চেয়ারম্যান সাহেব লোকটিকে কালীগঞ্জ হসপিটালে ভর্তি করার ব্যবস্থা করেন।
সবার কাছে বিনীত অনুরোধ টাঙ্গাইলের মধুপুরের কেউ থেকে থাকলে প্লিজ দ্রুত সাড়া দিন।আর কাউনিয়ার কোনো বাদাম ব্যবসায়ী লোকটিকে চিনি থাকলে সাড়া দিন।
লোকটির পঁচা জিনিস খাওয়াতে বেশ ভারসাম্য হীন হয়ে গেছে। মানসিক ভাবে অনেকটা ভঙ্গুর।
কথা গুলো সব তার খোল্টে যাচ্ছে।
Comments
Post a Comment