লালমনিরহাট সাহিত্য সংস্কৃত সংসদের আয়োজনে বাৎসরিক সাহিত্য আড্ডা-২০২০ অনুষ্ঠি ।
আওলাদ হোসেন
আজ (বৃহস্পতিবার ) হাতিবান্ধা উপজেলার ঐতিহ্যবাহি শালবাগানে দিনব্যাপী লালমনিরহাট সাহিত্য সংস্কৃত সংসদের আয়োজনে বাৎসরিক সাহিত্য আড্ডা-২০২০ ও পিকনিক অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানে উপস্তিত ছিলেন, প্রফেসর গোলাম কিবরিয়া , হাতিবান্ধা উপজেলা চেয়ারম্যান জনাব মশিউর রহমান মামুন, নওদাবাস ইউপি চেয়ারম্যান আশ্বিনী কুমার বসুনিয়া, প্রফেসর মোহাম্মাদ শাহআলাম ,বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব মোস্তাক মুকুল , ইন্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরিয়া সভাপতি (লাসাসস), ছড়াকার ইরশাদ জামিল তরু , শরমিন বীথী, মাজহারুল মোর্শেদ সহ আরো অনেকেই।
অনুষ্ঠানের শেষে রাইফেল ড্রো অনুষ্ঠিত হয় ।
স্পটঃ হাতীবান্ধা শালবন
Comments
Post a Comment