রাস্তায় রাস্তায় বেলুন বিক্রি করতো শাওন। শাওন কে জিজ্ঞেস করা হয়েছিলো বেলুন বিক্রি করে প্রতিদিন কত টাকা আয় হয়? জবাবে উত্তর আসে, বেলুন বিক্রি করে যে টাকা আয় হয় সে টাকায় তার খাবার জুটে না ঠিক মত।
পথশিশু কল্যাণ ফাউন্ডেশন এর অদম্য অনুপ্রেরণা প্রজেক্টের মাধ্যমে আজ শাওন কে চা, পান বিক্রির সকল সরঞ্জাম কিনে দেওয়া হয়েছে। ছোট্ট শাওনের ছোট্ট টি স্টলের মাধ্যমে ব্যবসা করে স্বাবলম্বী হতে পারবে। শাওন আশ্বাস দিয়েছেন ব্যবসার পাশাপাশি মিরপুর-০২ এ অবস্থিত অদম্য স্কুল-০৯ এ এসে প্রতিদিন বিকেলে পড়াশোনা করবে।
শাওনের উত্তরোত্তর সফলতা কামনা করছি।
প্রজেক্ট নামঃ অদম্য অনুপ্রেরণা
প্রজেক্ট নংঃ ২২
গ্রহীতার নামঃ মোঃ শাওন
অর্থায়নেঃ বাংলাদেশ মানবিক জনগণ (আমাদের শুভাকাঙ্ক্ষী)
সহযোগিতায়ঃ পথশিশু কল্যাণ ফাউন্ডেশন
#অদম্য_অনুপ্রেরণা
#pothoshishukollyanfoundation
Comments
Post a Comment