বিশাল ব্যাবধানে মেম্বার নির্বাচিত হলেন পাটিকাপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আবুল কালাম, ৩য় ধাপের সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনে লালমনিরহাট জেলা, হাতিবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নে ৮ নং ওয়ার্ডে ২০৪ ভোট বেশি পেয়ে মেম্বার নির্বাচিত হয়েছেন আবুল কালাম, দীর্ঘ ১৫ বছর পর উক্ত ওয়ার্ডে নতুন মেম্বার পেয়ে জনগন উচ্ছাসিত, ও আনন্দিত বলে জানিয়েছেন উক্ত এলাকার ভোটার ও সাধারন জনগন, ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ ইং এ চেয়্যারম্যান পদে ১৫২৭ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন মজিবুল আলম সাদাত, জনগন সুত্রে জানা গেছে উক্ত ইউনিয়নে নির্বাচন সুষ্ঠ ও শান্তিপুর্ন হয়েছে, কোন প্রকার নির্বাচনী সংঘর্স হয় নি।
welcome to our news site. to get updated news worldwide stay with us. Search New24.Com thank you