Skip to main content

Posts

Showing posts from December, 2021

বিশাল ব্যাবধানে মেম্বার নির্বাচিত হলেন পাটিকাপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আবুল কালাম,

বিশাল ব্যাবধানে মেম্বার নির্বাচিত হলেন পাটিকাপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আবুল কালাম, ৩য় ধাপের সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনে লালমনিরহাট জেলা, হাতিবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নে ৮ নং ওয়ার্ডে ২০৪ ভোট বেশি পেয়ে মেম্বার নির্বাচিত হয়েছেন আবুল কালাম, দীর্ঘ ১৫ বছর পর উক্ত ওয়ার্ডে নতুন মেম্বার পেয়ে জনগন উচ্ছাসিত, ও আনন্দিত বলে জানিয়েছেন উক্ত এলাকার ভোটার ও সাধারন জনগন, ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ ইং এ চেয়্যারম্যান পদে ১৫২৭ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন মজিবুল আলম সাদাত, জনগন সুত্রে জানা গেছে উক্ত ইউনিয়নে নির্বাচন সুষ্ঠ ও শান্তিপুর্ন হয়েছে, কোন প্রকার নির্বাচনী সংঘর্স হয় নি।

হাতিবান্ধায় সতন্ত্র প্রার্থীর উঠান বৈঠকে হামলা ও ভাংচুর

ফকির পাড়া ইউপিতে ঘোড়া মার্কা নিয়ে নির্বাচন করতেছে মোঃ ফজলার রহমান (খোকন) আওয়ামীলীগ স্বতন্ত্র প্রার্থী। অন্যদিকে নৌকা মার্কা নিয়ে নির্বাচন করছে নুরুল ইসলাম (২ বারের চেয়ারম্যান) সতন্ত্রপর্থীর ঘোড়া মার্কার উঠান বৈঠক হলে উক্ত ইউপির ২নং বুড়াসারুডুবি এলাকায় । ৈবঠকে যেতে হলে নুরুল আলমের বাড়ির পাশের রাস্তা দিয়ে যেতে হয়। উঠান বৈঠকে যোগ দিবার জন্য মটরসাইকেল ও অটো সহ ঘোড়া মার্কার সমর্থকরা যাচ্ছেলো। কিন্তু প্রতিমধ্যে নৌকা সমর্থকরা হামলা ও ভাংচুর করে। এতে ঘোড়া মার্কার ৫/৬ জন কর্মী আহত হয়।ও ১ টি মটরসাইকেল ভাঙচুর এবং ২ টি মটরসাইকেল নিয়ে যায় নৌকা সমর্থকরা। এবং ঘটনার প্রেক্ষিতে নৌকা সমর্থকরা অভিযোগ করেছে যে তাদের নাকি নির্বাচন অফিস ভাংচুর করেছে।

ঢাকাই সিনেমায় নতুন অভিষেক হলো ফারদিন ও আঁখির

ঢাকাই সিনেমায় নতুন অভিষেক হলো ফারদিন ও আঁখির। বিনোদন বার্তা : ঢাকায় সিনেমায় নতুন হিরোর অভিষেক হলো দেশীয় চলচ্চিত্র মা চরিত্রের অভিনেত্রী রেবেকা রউফ এর ছেলে ফারদিন ও নতুন নায়িকা আঁখি। 'শাহজাদা 'নাম খ্যাত এই সিনেমা পরিচালনা করছেন ডায়েল রহমান ও সহকারী পরিচালনায় নাম উঠিয়েছেন তরুন নির্মাতা জিহাদ ইসলাম। এবং জানা গেছে অভিনেত্রী রেবেকা রউফ এই সিনেমায় প্রযোজনা করছেন। সিনেমাটির শুটিং শুরু করেছেন গত ৩রা ডিসেম্বর রাজধানীর উত্তরা রাজলক্ষ্মী তে,পরিচালক জানিয়েছেন, দেশীয় সিনেমা প্রেমীদের আগের রাজকীয় কাহিনি নিয়ে আবারো পুনরুদ্ধার করতে যাচ্ছি বাংলার সকল হল,তাই আমরা আশাবাদী এই সিনেমা দর্শক প্রিয় হবে। অন্য দিকে,তরুণ নির্মাতা সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন জিহাদ, এবং তিনি বলেছেন,আমরা যথেষ্ট চেষ্টা করছি দেশীয় চলচ্চিত্রের যে ইমেজটা,তা আবারো ফিরে আনবার,ইনশাআল্লাহ আবারো হলমূখি দর্শক করবো। জানা গেছে এই সিনেমায় পুরাতন ও মধ্যেযুগিও রাজাদের কাহিনি নিয়ে এই সিনেমা নির্মাণ হচ্ছে। এবং এই সিনেমায় পুরাতন ও নতুনদের সুযোগ দিয়ে চলছে শুটিং।

হাতিবান্ধায়, প্রতিবন্ধি অটোচালকের সাথে পালালো দুই সন্তানের জননী

চাকরিজীবি স্বামী কে ছেড়ে, স্ত্রী পালিয়ে গেল দুই সন্তানকে নিয়ে প্রতিবন্ধী অটোচালকের সাথে। লালমনিরহাট জেলা, হাতিবান্ধা উপজেলায়, ভেলাগুড়ী ইউনিয়নের ৮ নং ওয়াডে গ্রাম উওর জাওরানীর বাসিন্দা। মোঃ মোসলেম উদ্দিনের (৬৫) ছেলে মোঃ ওয়ালিউল্লাহ (৩০) তার স্ত্রী আফরোজা খাতুন (৩০) দুটি সন্তান একটি ছেলে একটি মেয়ে। বড় ছেলের বয়স সাড়ে তিন বছর নাম মোঃ ফারিক। ছোট মেয়ের বয়স তিন মাস নাম ফারিয়া।গত ৮ বছর পূর্বে তাদের রিলেশনশিপের মাধ্যমে বিবাহ হয়। ৮ বছর যাবত সংসার করে আসছিল। গত ২৫/১১/২০২১,ইং তারিখে #শাহজাহান(২৫) নামের প্রতিবন্ধী অটোচালক এই সাথে মোছাঃ আফরোজা (৩০) পালিয়ে যায় বিকালে আফরোজা তার শাশুড়ী কে বলে বাবার বাড়ির যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। একই গ্রামের শাহজাহানের (২৫) সাথে পালিয়ে যায় যাওয়ার সময় আফরোজা (৩০) তার দুই সন্তান কে সাথে নিয়ে যায়। আফরোজার স্বামী চাকরির সুএে ঢাকায় অবস্থান করে।ঘটনা সম্পর্কে ২৭/১১/২১ তাং সে জানতে পেয়ে বাসায় আসেন। ঘটনা সম্পর্কে যানা যায় যে শাহজাহান (২৫) মোঃ ওয়ালিউল্লাহ এর সম্পর্কে মামাত বয়সে ছোট ভাই । প্রতি দিন /রাত ওয়ালিউল্লহের বাসায় আসা যাওয়া করত। বলা যায় ঘনি...