চাকরিজীবি স্বামী কে ছেড়ে, স্ত্রী পালিয়ে গেল দুই সন্তানকে নিয়ে প্রতিবন্ধী অটোচালকের সাথে।
লালমনিরহাট জেলা, হাতিবান্ধা উপজেলায়, ভেলাগুড়ী ইউনিয়নের ৮ নং ওয়াডে গ্রাম উওর জাওরানীর বাসিন্দা। মোঃ মোসলেম উদ্দিনের (৬৫) ছেলে মোঃ ওয়ালিউল্লাহ (৩০)
তার স্ত্রী আফরোজা খাতুন (৩০) দুটি সন্তান একটি ছেলে একটি মেয়ে। বড় ছেলের বয়স সাড়ে তিন বছর নাম মোঃ ফারিক। ছোট মেয়ের বয়স তিন মাস নাম ফারিয়া।গত ৮ বছর পূর্বে তাদের রিলেশনশিপের মাধ্যমে বিবাহ হয়। ৮ বছর যাবত সংসার করে আসছিল। গত ২৫/১১/২০২১,ইং তারিখে #শাহজাহান(২৫) নামের প্রতিবন্ধী অটোচালক এই সাথে মোছাঃ আফরোজা (৩০) পালিয়ে যায় বিকালে আফরোজা তার শাশুড়ী কে বলে বাবার বাড়ির যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। একই গ্রামের শাহজাহানের (২৫) সাথে পালিয়ে যায় যাওয়ার সময় আফরোজা (৩০) তার দুই সন্তান কে সাথে নিয়ে যায়। আফরোজার স্বামী চাকরির সুএে ঢাকায় অবস্থান করে।ঘটনা সম্পর্কে ২৭/১১/২১ তাং সে জানতে পেয়ে বাসায় আসেন। ঘটনা সম্পর্কে যানা যায় যে শাহজাহান (২৫) মোঃ ওয়ালিউল্লাহ এর সম্পর্কে মামাত বয়সে ছোট ভাই । প্রতি দিন /রাত ওয়ালিউল্লহের বাসায় আসা যাওয়া করত। বলা যায় ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাদের পরিবারের সঙ্গে শাহজাহান এর।
অটোরিকশা চালাতেন শাহজাহান (২৫) কারণ সে প্রতিবন্ধী হওয়ায় আর অন্য কোন কাজ করতে সক্ষম নয় ভারি কোন কাজ করতে পারে না। আফরোজার বয়সের তুলনায় শাহজাহান এর বয়স বেশ কম। আফরোজার কাছে (৩০) তার স্বামীর বোনের বিবাহ দেওয়ার জন্য ১ লক্ষ ৬০ হাজার গচ্ছিত ছিল, কারণ তার শশুর শাশুড়ী বৃদ্ধ হওয়ায় সংসারের দায়িত্বগুলো ছেলে ও তার এক মাএ পুএবধুর কাঁধে দিয়েছিল। বিষয় টি এলাকার কেউ বিশ্বাস করতে পারে না কারন, আফরোজার স্বামী চাকরিজিবী ও প্রভাবশালী থাকা সত্ত্বেও এবং দুই সন্তানের জননী হওয়ার পড়ে এক প্রতিবন্ধী ভিক্ষুকের ছেলের সাথে পালিয়ে গিয়েছে বিষয় টি কেমন অধভুত তার উপর শাহজাহান খুড়িয়ে খুড়িয়ে হাটে। আফরোজার উচ্চতা ৫" ৭ অপর দিকে শাহজাহান এর উচ্চতা ৪" ৯ ফুট। মোঃ ওয়ালিউলাহ ও তার ভাইয়েরা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টাটাস আপলোড দিয়েছেন যে কউ যদি এই শাহজাহান কে ধরিয়ে দেন, তাহলে তাকে উপযুক্ত পুরুষ্কার দিয়ে খুশি করবে। যদি কোন সদয় ব্যাক্তি প্রতিবন্ধী শাহজাহান কে দেখেন তাহলে নিম্ন নাম্বারে যোগাযোগ করার জন্য বলেছেন ভুক্তভোগী স্বামী ।
যদি কোন সহৃদয়বান ব্যক্তি এদের খোঁজ পান তাহলে ০১৭২১০৩১০৭৪ নাম্বারে যোগাযোগ করবেন। তাকে পুরস্কৃত করা হবে বলে ঘোষণা দেন আফরোজা বেগমের স্বামী ।
ঢাকাই সিনেমায় নতুন অভিষেক হলো ফারদিন ও আঁখির। বিনোদন বার্তা : ঢাকায় সিনেমায় নতুন হিরোর অভিষেক হলো দেশীয় চলচ্চিত্র মা চরিত্রের অভিনেত্রী রেবেকা রউফ এর ছেলে ফারদিন ও নতুন নায়িকা আঁখি। 'শাহজাদা 'নাম খ্যাত এই সিনেমা পরিচালনা করছেন ডায়েল রহমান ও সহকারী পরিচালনায় নাম উঠিয়েছেন তরুন নির্মাতা জিহাদ ইসলাম। এবং জানা গেছে অভিনেত্রী রেবেকা রউফ এই সিনেমায় প্রযোজনা করছেন। সিনেমাটির শুটিং শুরু করেছেন গত ৩রা ডিসেম্বর রাজধানীর উত্তরা রাজলক্ষ্মী তে,পরিচালক জানিয়েছেন, দেশীয় সিনেমা প্রেমীদের আগের রাজকীয় কাহিনি নিয়ে আবারো পুনরুদ্ধার করতে যাচ্ছি বাংলার সকল হল,তাই আমরা আশাবাদী এই সিনেমা দর্শক প্রিয় হবে। অন্য দিকে,তরুণ নির্মাতা সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন জিহাদ, এবং তিনি বলেছেন,আমরা যথেষ্ট চেষ্টা করছি দেশীয় চলচ্চিত্রের যে ইমেজটা,তা আবারো ফিরে আনবার,ইনশাআল্লাহ আবারো হলমূখি দর্শক করবো। জানা গেছে এই সিনেমায় পুরাতন ও মধ্যেযুগিও রাজাদের কাহিনি নিয়ে এই সিনেমা নির্মাণ হচ্ছে। এবং এই সিনেমায় পুরাতন ও নতুনদের সুযোগ দিয়ে চলছে শুটিং।
Comments
Post a Comment