ফকির পাড়া ইউপিতে ঘোড়া মার্কা নিয়ে নির্বাচন করতেছে মোঃ ফজলার রহমান (খোকন) আওয়ামীলীগ স্বতন্ত্র প্রার্থী।
অন্যদিকে নৌকা মার্কা নিয়ে নির্বাচন করছে নুরুল ইসলাম (২ বারের চেয়ারম্যান) সতন্ত্রপর্থীর ঘোড়া মার্কার উঠান বৈঠক হলে উক্ত ইউপির ২নং বুড়াসারুডুবি এলাকায় । ৈবঠকে যেতে হলে নুরুল আলমের বাড়ির পাশের রাস্তা দিয়ে যেতে হয়।
উঠান বৈঠকে যোগ দিবার জন্য মটরসাইকেল ও অটো সহ ঘোড়া মার্কার সমর্থকরা যাচ্ছেলো।
কিন্তু প্রতিমধ্যে নৌকা সমর্থকরা হামলা ও ভাংচুর করে।
এতে ঘোড়া মার্কার ৫/৬ জন কর্মী আহত হয়।ও ১ টি মটরসাইকেল ভাঙচুর এবং ২ টি মটরসাইকেল নিয়ে যায় নৌকা সমর্থকরা।
এবং ঘটনার প্রেক্ষিতে নৌকা সমর্থকরা অভিযোগ করেছে যে তাদের নাকি নির্বাচন অফিস ভাংচুর করেছে।
ঢাকাই সিনেমায় নতুন অভিষেক হলো ফারদিন ও আঁখির। বিনোদন বার্তা : ঢাকায় সিনেমায় নতুন হিরোর অভিষেক হলো দেশীয় চলচ্চিত্র মা চরিত্রের অভিনেত্রী রেবেকা রউফ এর ছেলে ফারদিন ও নতুন নায়িকা আঁখি। 'শাহজাদা 'নাম খ্যাত এই সিনেমা পরিচালনা করছেন ডায়েল রহমান ও সহকারী পরিচালনায় নাম উঠিয়েছেন তরুন নির্মাতা জিহাদ ইসলাম। এবং জানা গেছে অভিনেত্রী রেবেকা রউফ এই সিনেমায় প্রযোজনা করছেন। সিনেমাটির শুটিং শুরু করেছেন গত ৩রা ডিসেম্বর রাজধানীর উত্তরা রাজলক্ষ্মী তে,পরিচালক জানিয়েছেন, দেশীয় সিনেমা প্রেমীদের আগের রাজকীয় কাহিনি নিয়ে আবারো পুনরুদ্ধার করতে যাচ্ছি বাংলার সকল হল,তাই আমরা আশাবাদী এই সিনেমা দর্শক প্রিয় হবে। অন্য দিকে,তরুণ নির্মাতা সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন জিহাদ, এবং তিনি বলেছেন,আমরা যথেষ্ট চেষ্টা করছি দেশীয় চলচ্চিত্রের যে ইমেজটা,তা আবারো ফিরে আনবার,ইনশাআল্লাহ আবারো হলমূখি দর্শক করবো। জানা গেছে এই সিনেমায় পুরাতন ও মধ্যেযুগিও রাজাদের কাহিনি নিয়ে এই সিনেমা নির্মাণ হচ্ছে। এবং এই সিনেমায় পুরাতন ও নতুনদের সুযোগ দিয়ে চলছে শুটিং।
Comments
Post a Comment