দিনমজুর স্বামীর চিকিৎসার জন্য ৪ হাজার টাকা ধার নিয়েছিলেন আয়েশা। আসল আর সুদ মিলিয়ে ৮ হাজার টাকা পরিশোধ করেন কিন্তুু আরো ২ হাজার টাকা দাবি করলে আয়শা তা না দেয়ার কথা বললে। সুদি শওকত ওসমান আরো ২ হাজার টাকা চেয়ে আয়েশাকে শাড়ির আঁচলে গাছে বেঁধে বর্বর নির্যাতন করে । ঘটনাটি ঘটেছে চকরিয়ার বরইতলীতে। কক্সবাজার।।
#আয়েশাদের মত হয়তো অনেকেই আছে ভাগ্যের কাছে পরাজিত হয়ে এই সকল কুলাঙ্গারদের কাছে চড়া সুদে টাকা নিয়ে জীবন বাঁচায়, পরিশেষে অমানবিক নিষ্ঠুরতার শিকার হতে হয় আড়ালে অথবা খোলামেলায়😥
Comments
Post a Comment