হাতিবান্ধায় ৮৪ ফিট দৈর্ঘ্যের নতুন কালভার্ট তৈরি করে নজির সৃষ্টি করলো স্বেচ্চাসেবী সংগঠন টিম ৩৬০ ডিগ্রি
হাতিবান্ধায় ৮৪ ফিট দৈর্ঘ্যের নতুন কালভার্ট তৈরি করে নজির সৃষ্টি করলো স্বেচ্চাসেবি সংগঠন টিম ৩৬০ ডিগ্রি
হাতিবান্ধা প্রতিনিধি_ লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলায় ভেলাগুড়ি ইউনিয়ন এর মধ্যম কাদমা ২ নং ওয়াড এর মাঝে, ৩৬০ ডিগ্রি সেচ্ছাসেবী সামাজিক ক্রিড়া সংগঠন এর উদ্যোগে প্রায় ৮৪ ফিট দৈর্ঘ্যের নতুন একটি কালভার্ট তৈরি করে। ০৬/১০/২০২২ রোজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ব্রিজ উদ্বোধন করেন। উক্ত উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব, মোঃ মজিবর প্রধান শিক্ষক, বোডেরহাট উচ্চ বিদ্যালয় আরো উপস্থিত ছিলেন স্থানীর ২ নং ওয়ার্ড এর মেম্বার সহ গণ্যমান্যব্যক্তিবর্গ । লাল ফিতা কেটে ব্রিজ টি উদ্বোধন করেন সকলে মিলে। উদ্বোধন এর পর বক্তব্য রাখেন বোডেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব, মোঃ মজিবর, তিনি বলেন, আমি অবাক হয়ে যাই টিম ৩৬০ ডিগ্রি যখন এত বড় বড় সামাজিক কাজ করে। আমি একজন শিক্ষক আমার বাসা এখানেই আমি দেখেছি ৩৬০ ডিগ্রি টিমকে অনেক ভালো ভালো কাজ করতে। এই যে একটা এত বড় উদ্যোগ নিল এবং কাজ টি সম্পূর্ণ করল এতে করে এই যে নদী দেখছেন এর ঔ পাড়ের আমার ছাত্র /ছাত্রীরা সোনারডিগী হয়ে স্কুলে আসতে অনেক সময় লাগে এই দিক দিয়ে এখন স্কুলে গেলে নিম্ন হলেও ৩০ মিনিট সময় বাঁচবে। তাছাড়া ঔ পাড়ের লোকজন এখন, এই পাড়ের কৃষি আবাদ এর পন্যসামগ্রী সহজে আনা নেওয়া করতে পারবে। সব মিলিয়ে সকলের জন্য অনেক সুবিধা হয়েছে যাতায়াতের জন্য। অনেক অনেক ভালোবাসা রইল টিম ৩৬০ ডিগ্রির সকল সদস্যদের জন্য। তোমারা এগিয়ে যাও আমরা আছি তোমাদের সাথে। আমি বলবো সকলকেই টিম ৩৬০ ডিগ্রি কে সবাই সাপোর্ট করার জন্য তারা যেন আর ও বেশি বেশি এমন মহতি উদ্যোগ নিতে পারে। আমরা সবাই দোয়া করব তোমরা যেন এই এলাকার সুনাম বয়ে আনতে পারো। তার পর বক্তব্য দেন ১০ নং ভেলাগুড়ী ইউনিয়ন ২ নং ওয়ার্ড এর মেম্বার মোঃ আব্দুল হালিম মিয়া তিনি বলেন, আমি ইউপি সদস্য হয়েও যে কাজ টা করতে পারি নাই সেটাই আজ তোমারা করে দেখিয়েছো তোমাদের সাথে এই ভেলাগুড়ী ইউনিয়ন এর সকল মানুষ গুলোর ভালোবাসা আছে বলেই আজ তোমরা বিভিন্ন সময় বিভিন্ন মহতি উদ্যোগ নাও। আমরা আছি তোমাদের সাথে এগিয়ে যাও বহুদুর। আমি যখন শুনলাম এইখানে বাঁশের কালভার্টের উদ্যোগ নিয়েছো তোমরা, তখন আমি মনে মনে ভেবেছিলাম আমি যাব উদ্বোধন এর সময়। আমি আসবো কারণ যারা এই মহতি উদ্যোগ নিলো আমি তাদের সাথে দেখা করবো। আজ তোমাদের সাথে দেখা করতে চলে আসলাম আমি একটা সালিসে বসে ছিলাম সেখান থেকে এখানে এসেছি। ভাই তোমরা আমাদের সমাজের উচ্চ ঘরের সন্তান নও আমি জানি কিন্তু তোমাদের মনটা অনেক বড়। তোমাদের সাথে তাল মিলিয়ে চলতে পারলে সমাজটা একটা আদর্শ সমাজে পরিনত হবে। সবাইকে আহবান জানাই এই টিম ৩৬০ ডিগ্রিকে উৎসাহ দিয়ে, সাহায্য সহযোগিতা করার জন্য। সব শেষে টিম ৩৬০ ডিগ্রির সভাপতি জনাব, মোঃ মিন্টু মিয়া বক্তব্যে বলেন, আমি কিংবা আমার টিম এর উদ্যোগে কখনো কোন কাজ সম্পুর্ন করতে পারবো না, আপনাদের সকলের সুদৃষ্টি পরুক এই ছাত্র সমাজের উপর। সুদৃষ্টি পরুক টিম ৩৬০ ডিগ্রির সকল সদস্যদের উপর। তারা যদি আদর্শ মানুষ হতে পারে তাহলেই এই সমাজ টা আদর্শসমাজে পরিনত হবে ইনশাল্লাহ। আপনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়ে পাশে থাকেন ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমরা আর ও ভালো কিছু করার আশা রাখি। আপনারা সবাই জানেন টিম ৩৬০ ডিগ্রির বেশি ভাগ সদস্য আপনাদের দোয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত করিতেছে, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেউ রাজশাহী,চট্টগ্রাম, তিতুমীর কলেজ, ভাওয়াল কলেজ লালমনিরহাট, রংপুরে আছে। তাই সবাই সকল অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেনা। আমরা অল্প অল্প করেই আমাদের সংগঠন এর জন্য টাকা জমিয়ে উদ্যোগ নিয়ে থাকি। তবুও ইনশাআল্লা বেশ অনেক গুলো কাজ আমরা করেছি, সামনে আর ও ভালো কাজ করার আশা রাখি। তিনি বলেন আমাদের সংগঠন এর সদেস্যরা যখন প্রতিষ্টিত হবে জব করবে, তখন আর ও ভালো ভালো বড়সর উদ্যোগ নিতো পারব ইনশাআল্লাহ। আপনারা আমাদের অভিভাবক আপনারা আমাদের সংগঠন এর সকল সদস্যের জন্য দোয়া করবেন। সমাজের অগ্রযাএা ও অসংহতি দুর করে সোনার বাংলা গড়াই আমাদের লক্ষ্য। এর পর কথা বলেছিলাম স্থানীয় লোকজনের সাথে তারা বলেন টিম ৩৬০ ডিগ্রি আমাদের এইখানে ব্রিজ করে দেওয়ায় আমরা খুব সহজে যোগাযোগ করতে পারবো। এখান দিয়ে আমাদের এই পারের লোক জন যাতায়াতের জন্য অনেক সুবিধা পাবে। ব্রিজ এর কাজ শুরুর আগে আমাদের এখানে এসেছিল কোন এক কাজে তারা বলতে পারিনা তবে,খানিকটা ঘুরে আশায় জিজ্ঞেস করে ছিল সোনাডিগী দিয়ে গুড়ে আসতে আপনাদের তো অনেক সময় লাগে তবে ঔ, যে, দেখা যায়, দৈখাওয়ার রাস্তা, এদিকে কোন রাস্তা নাই? তখন আমরা বলি যে, এই খানে অন্য কোন রাস্তা নাই তবে, নদীর উপর দিয়ে যদি কোন ব্রিজ হত তাহলে দ্রুত যেতে পারতাম, কিন্তু নাই। আমরা অনেক চেষ্টা করেও ব্যর্থ ব্রিজ বানাতে পারছি না। তখন তারা বলে আমরা করে দিব। আমাদের কাছে তো অবাক লাগলো, কেন জানেন? সামান্য ৬ দিনের ব্যবধানে টিম ৩৬০ ডিগ্রি ব্রিজ উদ্বোধন করে। আলহামদুলিল্লাহ আমরা বেশ খুশি। আমরা এই টিম এর উদ্যোগ কে সাধরে গ্রহণ করেছি। তাদের প্রতি আমাদের অনেক অনেক ভালোবাসা রইল এগিয়ে যাক টিম ৩৬০ ডিগ্রি। ব্রিজ উদ্বোধন করে প্রসংসায় ভাষছে টিম ৩৬০ ডিগ্রি । ওই এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। মানুষের মাঝে বিশ্বাস সৃষ্টি করিয়ে দিল যে দলবদ্ধ হয়ে কাজ করলে কোন কাজেই অসম্পূর্ণ থাকে না। আসুন আমরা আমাদের মধ্যে একতা সৃষ্টি করি আর অসম্ভব কে সম্ভব করি। আদশ্য সমাজ গড়ে তুলি। এই বলে তিনি তার বক্তব্য শেষ করেন
Comments
Post a Comment