তারুন্যের দেশভাবনা
আওলাদ হোসেন
--------------------------------------------
আমার দেশের মাঠি যেন হয় দুর্নিতী মুক্ত,
দেশের মাঝেই গড়ে ওঠে যেন উন্নত শিক্ষা চিকিৎসা কেন্দ্র ।
দোষীরা হোক বন্দি আর নিরঅপরাধী পাক মুক্তি।
দেশের তরে মেধাবীরা যেন পায় সম্মান পক্তি।
প্রবাস জীবনে প্রবাসীরা যেন পায় যথাযথ শক্তি ,
জন্মভুমির সার্থে যারা দিয়ে যায় প্রান তারাও যেন পায় ভক্তি ।
কৃষক শ্রমিকেরা শিক্ষার আলোয় হয়ে উঠুক দক্ষ,
সোনার ফসল ফলাতে তারা হয় যেন উপযুক্ত।
গড়ে উঠুক শিল্প কারখানা উদ্যাক্তারা যেন থাকে মুক্ত।
দেশেই তৈরি হোক হাজার পন্য অর্থনিতিকে করতে শক্ত।
দেশ ও জনগনের সার্থে প্রতিহিংসার রাজনিতি হোক বন্ধো ,
আইন যেন হয় দেশের সার্থে জনগণের ভক্ত ।
বাকস্বাধিনতা আর বিচারলয় থাকে যেন উন্মক্ত ,
দেশের তরে প্রতিটা মানুষ যেন দেশ সেবায় হয় যুক্ত ।
খোলা আকাশে আর ঘুমাবে না কেহ তিন বেলাই পাবে অন্ন
সুখি সমৃদ্ধ আর মানবিক দেশ চাই মোরা কোটি কোটি তারুন্য।
ঢাকাই সিনেমায় নতুন অভিষেক হলো ফারদিন ও আঁখির। বিনোদন বার্তা : ঢাকায় সিনেমায় নতুন হিরোর অভিষেক হলো দেশীয় চলচ্চিত্র মা চরিত্রের অভিনেত্রী রেবেকা রউফ এর ছেলে ফারদিন ও নতুন নায়িকা আঁখি। 'শাহজাদা 'নাম খ্যাত এই সিনেমা পরিচালনা করছেন ডায়েল রহমান ও সহকারী পরিচালনায় নাম উঠিয়েছেন তরুন নির্মাতা জিহাদ ইসলাম। এবং জানা গেছে অভিনেত্রী রেবেকা রউফ এই সিনেমায় প্রযোজনা করছেন। সিনেমাটির শুটিং শুরু করেছেন গত ৩রা ডিসেম্বর রাজধানীর উত্তরা রাজলক্ষ্মী তে,পরিচালক জানিয়েছেন, দেশীয় সিনেমা প্রেমীদের আগের রাজকীয় কাহিনি নিয়ে আবারো পুনরুদ্ধার করতে যাচ্ছি বাংলার সকল হল,তাই আমরা আশাবাদী এই সিনেমা দর্শক প্রিয় হবে। অন্য দিকে,তরুণ নির্মাতা সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন জিহাদ, এবং তিনি বলেছেন,আমরা যথেষ্ট চেষ্টা করছি দেশীয় চলচ্চিত্রের যে ইমেজটা,তা আবারো ফিরে আনবার,ইনশাআল্লাহ আবারো হলমূখি দর্শক করবো। জানা গেছে এই সিনেমায় পুরাতন ও মধ্যেযুগিও রাজাদের কাহিনি নিয়ে এই সিনেমা নির্মাণ হচ্ছে। এবং এই সিনেমায় পুরাতন ও নতুনদের সুযোগ দিয়ে চলছে শুটিং।
Comments
Post a Comment