Skip to main content

Posts

Showing posts from October, 2021

তারুন্যের দেশভাবনা লিখেছেন, মোঃ আওলাদ হোসেন

তারুন্যের দেশভাবনা আওলাদ হোসেন -------------------------------------------- আমার দেশের মাঠি যেন হয় দুর্নিতী মুক্ত, দেশের মাঝেই গড়ে ওঠে যেন উন্নত শিক্ষা চিকিৎসা কেন্দ্র । দোষীরা হোক বন্দি আর নিরঅপরাধী পাক মুক্তি। দেশের তরে মেধাবীরা যেন পায় সম্মান পক্তি। প্রবাস জীবনে প্রবাসীরা যেন পায় যথাযথ শক্তি , জন্মভুমির সার্থে যারা দিয়ে যায় প্রান তারাও যেন পায় ভক্তি । কৃষক শ্রমিকেরা শিক্ষার আলোয় হয়ে উঠুক দক্ষ, সোনার ফসল ফলাতে তারা হয় যেন উপযুক্ত। গড়ে উঠুক শিল্প কারখানা উদ্যাক্তারা যেন থাকে মুক্ত। দেশেই তৈরি হোক হাজার পন্য অর্থনিতিকে করতে শক্ত। দেশ ও জনগনের সার্থে প্রতিহিংসার রাজনিতি হোক বন্ধো , আইন যেন হয় দেশের সার্থে জনগণের ভক্ত । বাকস্বাধিনতা আর বিচারলয় থাকে যেন উন্মক্ত , দেশের তরে প্রতিটা মানুষ যেন দেশ সেবায় হয় যুক্ত । খোলা আকাশে আর ঘুমাবে না কেহ তিন বেলাই পাবে অন্ন সুখি সমৃদ্ধ আর মানবিক দেশ চাই মোরা কোটি কোটি তারুন্য।