Skip to main content

Posts

Showing posts from May, 2021

লালমনিরহাটে ভুট্টার ক্ষেত থেকে জীবিত নবজাতক উদ্ধার

নবজাতক    লালমনিরহাটের পাটগ্রামে ভুট্টাক্ষেত থেকে এক নবজাতককে জীবিত উদ্ধার করেছে এলাকাবাসী। শুক্রবার (২১ মে) ভোরে উপজেলার জগতবেড় ইউনিয়নের মুন্সীরহাট এলাকায় একটি ভুট্টাক্ষেত থেকে কান্নার শব্দ শুনে শিশুটিকে উদ্ধার করেন তারা। উদ্ধারকৃত শিশুটি একটি মেয়ে বলে জানা গেছে। পুলিশ জানায়, শুক্রবার ভোরে ভুট্টাক্ষেতে শিশুটিকে ফেলে রেখে যাওয়া হয়। সকালে স্থানীয়রা একটি শিশুকে কাপড়ে মোড়ানো অবস্থায় দেখতে পান। এরপর তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ বাচ্চাটিকে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পর আবার থানায় নিয়ে আসে। জগতবেড় ইউপি চেয়ারম্যান নবিবর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির বাবা-মায়ের সন্ধান করা হচ্ছে। পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, খবর পেয়ে শিশুটিকে থানায় আনা হয়। তার মা-বাবাকে সন্ধানের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, উপজেলা সমাজসেবার মাধ্যমে শিশুটিকে হস্তান্তর করা হবে। 

আমরা অন্ধকারে কোন কিছু দেখতে পাই না। কিন্তু অন্ধকার কিভাবে দেখি?

আমরা অন্ধকারে কোন কিছু দেখতে পাই না। কিন্তু অন্ধকার কিভাবে দেখি? আসলে অন্ধকার বলে কিছুই নেই। কি অবাক লাগছে! আসুন দেখি ফিজিক্স কি বলে এ বিষয়ে! কোন বস্তুকে আমরা তখনি দেখতে পাব যখন ওই বস্তুতে পতিত আলোর কনা ফেরত হয়ে আবার আমাদের চোখে এসে ধরা পড়বে। আমাদের চোখে যে আলোটা এসে ধরা পড়ে সেটা আসলে মহাবিশ্বে থাকা বিশাল ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশনের একটি ক্ষুদ্রতম অংশ। এই ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন এর কয়েক ধরনের আলো আছে। আমরা কিন্তু সবকিছু দেখতে পাই না। কারন আমাদের দৃষ্টি ওই রেডিয়েশনের একটু ক্ষুদ্রতম অংশের মধ্যেই সীমাবদ্ধ। যেমন ধরুন আমরা একটা পাখিকে যেভাবে রঙিন দেখি, একটা বিড়াল কিন্তু সেভাবে দেখে না। কারন রঙিন দেখার জন্যে সেই কোষগুলো বিড়ালের নেই। আবার তাদের এমন কিছু কোষ আছে যেগুলো আমাদের নেই, তাই তো তারা রাতের বেলা দেখতে পারে কিন্তু আমরা পারি না। আমরা যখন কোনকিছু দেখার কথা বলি সেটা মূলত visual perception. ধরুন কোন সোর্স থেকে আলো উৎপন্ন হয়ে কোন পাখির উপরে পড়ল। সেটা আবার বাউন্স করে ক্যামেরার মাধ্যমে আমাদের চোখের মধ্যে দিয়ে প্রতিবিম্ব হয়, সেই প্রতিবিম্ব আবার আমাদের চোখের কোষগুলো মাথার ভিতরে থাকা...