নবজাতক লালমনিরহাটের পাটগ্রামে ভুট্টাক্ষেত থেকে এক নবজাতককে জীবিত উদ্ধার করেছে এলাকাবাসী। শুক্রবার (২১ মে) ভোরে উপজেলার জগতবেড় ইউনিয়নের মুন্সীরহাট এলাকায় একটি ভুট্টাক্ষেত থেকে কান্নার শব্দ শুনে শিশুটিকে উদ্ধার করেন তারা। উদ্ধারকৃত শিশুটি একটি মেয়ে বলে জানা গেছে। পুলিশ জানায়, শুক্রবার ভোরে ভুট্টাক্ষেতে শিশুটিকে ফেলে রেখে যাওয়া হয়। সকালে স্থানীয়রা একটি শিশুকে কাপড়ে মোড়ানো অবস্থায় দেখতে পান। এরপর তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ বাচ্চাটিকে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পর আবার থানায় নিয়ে আসে। জগতবেড় ইউপি চেয়ারম্যান নবিবর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির বাবা-মায়ের সন্ধান করা হচ্ছে। পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, খবর পেয়ে শিশুটিকে থানায় আনা হয়। তার মা-বাবাকে সন্ধানের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, উপজেলা সমাজসেবার মাধ্যমে শিশুটিকে হস্তান্তর করা হবে।
welcome to our news site. to get updated news worldwide stay with us. Search New24.Com thank you