সরকারের দেওয়া লকডাউনের প্রতিবাদে আজকেও ঢাকার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল |
সরকারের দেওয়া লকডাউনের প্রতিবাদে আজকেও ঢাকার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করছে ঢাকার ব্যাববসায়ি, দোকান মালিক ও শ্রমিকেরা
গরীব মারার লকডাউন আমরা মানিনা মানবোনা।
আগে মানুষের পেটে ভাত দিন, তারপরে লকডাউন। এই শ্লোগানে মুখরিত ঢাকা শহরের রাজপথ । করোনা মাহামারিতেও লকডাউনকে উপেক্ষা করে ঢাকার রাজপতে নেমেছে মানুষের ঢল, হাজার হাজার মানুষের সম্মলিত চেস্টায় গতকাল থেকেই ঢাকার বিভিন্ন স্থানে অবোরোধ ও মিছিল চলছে,
Comments
Post a Comment