Skip to main content

Posts

Showing posts from April, 2021

সরকারের দেওয়া লকডাউনের প্রতিবাদে আজকেও ঢাকার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল

সরকারের দেওয়া লকডাউনের প্রতিবাদে আজকেও ঢাকার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল   সরকারের দেওয়া লকডাউনের প্রতিবাদে আজকেও ঢাকার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করছে ঢাকার ব্যাববসায়ি, দোকান মালিক ও শ্রমিকেরা  গরীব মারার লকডাউন আমরা মানিনা মানবোনা। আগে মানুষের পেটে ভাত দিন, তারপরে লকডাউন।  এই শ্লোগানে মুখরিত ঢাকা শহরের রাজপথ । করোনা মাহামারিতেও লকডাউনকে উপেক্ষা করে ঢাকার রাজপতে নেমেছে মানুষের ঢল,  হাজার হাজার মানুষের  সম্মলিত চেস্টায় গতকাল থেকেই ঢাকার বিভিন্ন স্থানে অবোরোধ ও মিছিল চলছে,