Skip to main content

Posts

Showing posts from January, 2021

উপহার নয় ট্রায়ালের জন্য বাংলাদেশে ২০ লক্ষ ভ্যাকসিন পাঠালো ভারত

  ভারত থেকে পাঠানো করোনা ভ্যাকসিন বাংলাদেশে এসে পৌঁছেছে! অবাক করা বিষয় হলো, আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে এক প্রতিবেদন ছাপানো হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে 'ভারত করোনা ভ্যাকসিন ট্রায়ালের জন্য বাংলাদেশে পাঠিয়েছে' বাংলাদেশের মানুষের উপর এই ভ্যাকসিন প্রয়োগ করে ভারত যদি দেখে এটা নিরাপদ, তখন তারা ভারতের জনগণকে এই ভ্যাকসিন দিবে (তথ্যসূত্র link)। reuters link          .  https://www.reuters.com/article/us-health-coronavirus-bangladesh-india-idUSKBN29Q0HZ Reuters

মানুষেই ভিনগ্রহের প্রানী বেড়িয়ে এলো চাঞ্চল্যকার তথ্য

#মানুষ_কি_সত্যি_ভিনগ্রহের_প্রানী? বিজ্ঞানী এলিস সিলভারের   দাবি: মানুষ পৃথিবীর জীব নয়! বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং অনেক আগেই বলেছিলেন, “এলিয়েন আছে, অবশ্যই আছে।” নাসার গবেষকেরা কেপলার টেলিস্কোপের সাহায্যে এমন ২০টি গ্রহের সন্ধান পেয়েছেন, যাদের মধ্যে সম্ভবত প্রাণ আছে। নাসার প্রথম সারির বিজ্ঞানী অ্যালেন স্টেফান, বিজ্ঞানী সিলভানো পি কলম্বানো, বিজ্ঞানী থমাস জুরবিউকেন বিভিন্ন সময় বলেছেন এলিয়েনদের থেকে নাসা আর বেশি দূরে নেই। কয়েক বছরের মধ্যেই নাসা এলিয়েনদের কাছে পৌঁছে যাবে। কিন্তু সম্প্রতি নাসার এই বক্তব্যে জল ঢেলে দিয়েছেন এক বিজ্ঞানী। তাঁর চাঞ্চল্যকর মতবাদ নিয়ে ঝড় উঠেছে বিজ্ঞানপ্রেমীদের মধ্যে। তিনি দাবী করেছেন মানুষই এলিয়েন বা ভিনগ্রহের জীব। অথচ বিজ্ঞান বলেছিল, প্রায় ১৮ লক্ষ বছর আগে আফ্রিকায় সৃষ্টি হয়েছিল প্রথম মানব প্রজাতি হোমো ইরেকটাস। এলিয়েনরা কি আদৌ এরকম দেখতে? ডঃ এলিস সিলভার বললেন, মানুষই ভিনগ্রহের জীব। আমেরিকার প্রখ্যাত ইকোলজিস্ট ডঃ এলিস সিলভার। তিনি তাঁর ‘হিউম্যান আর নট ফ্রম আর্থ: এ সায়েন্টিফিক ইভ্যালুয়েশন অফ দ্য এভিডেন্স’ বইটিতে রীতিমতো যুক্তি দিয়ে প্রমাণ করতে চেয়েছেন,...