Skip to main content

Posts

Showing posts from December, 2020

বছাই করা ১০ বিজ্ঞানীর একজন বাংলাদেশি বিজ্ঞানী তনিমা তাসনিম অনন্যা।

 অভিনন্দন। বাছাই করা ১০ বিজ্ঞানীর একজন হয়েছেন বাংলাদেশি বিজ্ঞানী তনিমা তাসনিম অনন্যা। যুক্তরাষ্ট্রের বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন 'সায়েন্স নিউজ' বিজ্ঞানীদের এ তালিকা প্রকাশ করেছে। কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণার জন্য এই স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশি এই বিজ্ঞানী। তনিমা তাসনিম একজন জ্যোতির্পদার্থবিদ। বর্তমানে যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ কলেজের সঙ্গে তিনি যুক্ত আছেন। একসময় ঢাকার বাসিন্দা তনিমা কৃষ্ণগহ্বরের পূর্ণাঙ্গ চিত্র এঁকেছেন। তাতে তিনি দেখিয়েছেন, কীভাবে কৃষ্ণগহ্বরগুলো বেড়ে ওঠে এবং পরিবেশে কী প্রভাব রাখে। কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে তিনি এ কাজ করেছেন। তাঁর জন্য শুভকামনা।

ভোটমারীতে বাস ও মটর সাইকেল সংঘর্ষে নিহিত ১

 ভোটমারী তেলের পাম্প এর কাছে বাস ও মটর সাইকেল সংঘর্ষে মটর সাইকেল আরোহীর স্ত্রী মৃত্য হয়েছে। মৃত্য ব্যক্তির নাম পারুল বেগম, স্বামীঃমকসুদার রহমান,মদাতী, কালিগঞ্জ। অনেকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। আল্লাহ সবাইকে হেফাজত করুক।