Skip to main content

Posts

Showing posts from October, 2020

পাটগ্রামে যুবককে পুড়িয়ে মারার ঘটনায় কারো হাত থাকতে পারে বলে মনে করেন------- ডিআইজি দেবদাশ

   লালমনিরহাট প্রতিনিধি. লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে যুবককে পিটিয়ে হত্যা ও লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় অন্য কারও হাত থাকতে পারে বলে মনে করছেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাশ ভট্টাচার্য। শনিবার পাটগ্রাম শহীদ আফজাল হোসেন হলরুমে উপজেলার আলেম সমাজের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।  এ ঘটনা তদন্ত করে অপরাধীদের আইনের কাঠগড়ায় দাঁড় করানোর প্রতিশ্রুতি দিয়েছেন বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা। ডিআইজি দেবদাশ বলেন, বুড়িমারীতে কোরআন অবমাননার অভিযোগ তুলে যুবককে পিটিয়ে হত্যা ও ভাংচুরের ঘটনায় ৩ টি মামলা হয়েছে। এ ঘটনায় কারো হাত থাকতে পারে। অপেক্ষা করুন প্রকৃত রহস্য বের করা হবে। শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় উপজেলার শহীদ আফজাল হলরুমে  বৈঠকে রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব ভূঞা, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাশ ভট্টাচার্য্য, জেলা প্রশাসক আবু জাফর, পুলিশ সুপার আবিদা সুলতানা, পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, ইউএনও কামরুন নাহার, ওসি সুমন কুমার মোহন্ত উপস্থিত ছিলেন। বৈঠকে পাটগ্রাম উপজেলার ইমাম মোয়াজ্জেমসহ ৫ শতাধিধ আলেম উ...

কোরআন অবমাননা করায় পাটগ্রামে ভারসম্যহীন ব্যাক্তিকে আগুনে পুড়িয়ে মারলো বিক্ষিপ্ত জনগন ।

  ব্রেকিং নিউজ পাটগ্রাম থানার বুড়িমারীতে কুরআন অবমাননাকারী একজন অপরিচিত ব্যাক্তি জনতার গণধোলাইয়ে নিহত হয়েছে পরবর্তীতে আগুনে পুড়িয়ে ছাই। সবকিছু প্রশাসনে নিয়ন্ত্রণের বাইরে এখন পর্যন্ত তিন জন আহত। স্থানিয় জনগন ইউনিয়ন পরিষদ ভাঙচুর করছে , এবং স্থানিয় সুত্রে জানা জায় অজ্ঞাত ২ ব্যাক্তি মসজিদের ভিতর বোমা অস্ত্র আছে বলে মসজিদে ঢুকে পরে অতঃপর উপর পা রাখে ইহাতে স্থানিয় জনগন ক্ষিপ্ত হয়ে ২ ব্যাক্তিকে মারধর শুরু করে ঘটনাস্থলে একজন মারা যায় । পরবতীতে জানা যায় নিহিত ব্যাক্তি ভারসম্যহীন পাগল ছিল

স্বাগতম, (news search24.com) এ প্রতিমহুর্তের আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ ।

  সত্যের সন্ধানে আমরা আছি আপনাদের  সাথে, দেশ ও দেশের বাইরে এবং প্রত্যন্ত অঞ্চলের আপডেট, খবর আপনার  হাতের নাগালে পৌচ্ছে দেয়া আমাদের দ্বায়িত্ব।গুজব প্রতিরোধে  ১০০% সঠিক তথ্য  প্রদান আমাদের  বৈশিষ্ট।   সাথেই থাকুন , ধন্যবাদ facebook page